একাদশ ও দ্বাদশ শ্রেণির হাউজ (সেকশন) পরিচিতি

বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ বাংলাদেশের ভূ-প্রাকৃতিক স্থান ও পরিবেশ, এর অপার সৌন্দর্য এবং এদেশের গণমানুষের রাজনৈতিক ইতিহাস ও ঘটনা প্রবাহ এবং প্রাচীন সভ্যতার নিদর্শনের সাথে শিক্ষার্থী প্রজন্মকে পরিচিত করার লক্ষে বিভিন্ন হাউজের নামকরণ করা হয়েছে যেন শিক্ষার্থীরা আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্য ভূ-প্রকৃতি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেতে পারে।

শ্রেণি বিভাগ হাউজ রোল নং
একাদশ বিজ্ঞান পলাশী ০১ থেকে ১৫৫
একুশে ১৫৬ থেকে ৩১০
রেসকোর্স ৩১১ থেকে ৪৬৫
মুজিবনগর ৪৬৬ থেকে ৬২২
মানবিক টেকনাফ ৭০০ থেকে ৮৫০
তেঁতুলিয়া ৮৫১ থেকে ১০০০
ব্যবসায় শিক্ষা চলনবিল ১১০০ থেকে ১২৭৫
সেন্টমার্টিন ১২৭৬ থেকে ১৪০০
দ্বাদশ বিজ্ঞান শিলাইদহ ০১ থেকে ১৫০
জাফলং ১৫১ থেকে ৩০০
সুন্দরবন ৩০১ থেকে ৪৫০
মহেশখালী ৪৫১ থেকে ৬০০
মানবিক ত্রিশাল ৭০০ থেকে ৮৫০
রসুলপুর ৮৫১ থেকে ১০০০
ব্যবসায় শিক্ষা মহাস্থানগড় ১১০০ থেকে ১২৭৫
পাহাড়পুর ১২৭৬ থেকে ১৪০০