BNCC

১৯৭৯ সালে ১নং মহাস্থান ব্যাটালিয়নের প্রতিষ্ঠাকাল থেকেই এ কলেজে বিএনসিসি’র কার্যক্রম শুরু হয়। মূল ভবনের দক্ষিণ ব্লকের নিচতলায় অডিটরিয়াম সংলগ্ন ১২৩ ও ১২৪ নম্বর কক্ষ বিএনসিসি’র অফিস ও স্টোররুম হিসেবে বরাদ্দ আছে। দেশের যুব সমাজের নৈতিক চরিত্রের উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, দেশসেবা ও সহমর্মিতার মনোভাব গঠন সর্বোপরি সামরিক প্রশিক্ষণের মাধ্যমে মাতৃভূমি প্রতিরক্ষায় দ্বিতীয় সারির সৈনিক তৈরি ও অভ্যন্তরীণ বিপর্যয় মোকাবেলায় স্বেচ্ছাসেবী গড়ে তোলার মহান উদ্দেশ্যসমূহ সামনে রেখে বিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে মোট ৫টি রেজিমেন্টের মধ্যে নিউ গভঃ ডিগ্রী কলেজের বিএনসিসি ইউনিট ‘মহাস্থান রেজিমেন্ট’ এর অধীন। কলেজের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠিত এ সংগঠনে ৩০ সদস্যের একটি পুরুষ প্লাটুন রয়েছে। একজন প্লাটুন কমান্ডর এ প্লাটুনের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া কলেজে কর্মরত ব্যাটালিয়ন উপঅধিনায়কও বিএনসিসি ইউনিটের তদারকি করে থাকেন।

বিএনসিসি ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পরিচিতি ও কন্ট্যাক্ট নম্বর (অফিস-৭৭৩১৮৮)

 

 

নাম ও পদবী (কলেজ) দায়িত্ব মোবাইল নম্বর
ক্যাপ্টেন ড. মোঃ মফিজুদ্দিন মোল্লা (বিটিএফও), সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ব্যাটালিয়ন উপঅধিনায়ক ০১৫৫৬-৩১০১৫০
পিইউও ইমামুল মোত্তাকিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ প্লাটুন কমান্ডার ০১৭১১-৫০৭৫৫৯, ০১৯১৯-৫০৭৫৫৯